Thursday, September 8

কানাইঘাটে ইউপি সদস্যাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৩০ জন মহিলা ইউপি সদস্যা ও কাউন্সিলারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত ঈদ সামগ্রী উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস্ লিও ফারগুস নানকা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। মহিলা ইউপি সদস্যা ও কাউন্সিলারদের মাঝে ঈদ উপহার বিতরণ করায় এ ধরনের মহতি কার্যক্রমকে ধন্যবাদ জানিয়ে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার উন্নয়নের পাশাপাশি এ ধরনের প্রশংসনীয় কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়