Friday, September 16

পাকিস্তানে মুখোমুখি ট্রেন সংঘর্ষে নিহত ৬

পাকিস্তানে মুখোমুখি ট্রেন সংঘর্ষে নিহত ৬

কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের মধ্যাঞ্চলীয় জেলা মুলতানে বৃহস্পতিবার সকালে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ৬ জন নিহত ও অপর ১শ’ ৫০ জন আহত হয়েছে। দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা একথা জানেন।

নগর পুলিশ কর্মকর্তা মুহাম্মাদ রিজওয়ান বলেন, আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।

তিনি আরো বলেন, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পেশোয়ার থেকে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচি যাওয়ার সময় মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। যাত্রীবাহী ট্রেনটি মুলতানের বুচ রেল স্টেশন ছাড়ার ১৫ মিনিট পর এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এদিকে স্থানীয় রেল কর্তৃপক্ষ করাচিগামী যাত্রীদের করাচি নিয়ে যাওয়ার জন্য আরেকটি ট্রেন পাঠিয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, ‘যাত্রীবাহী ট্রেনের বগিগুলোতে কয়েকজন আটকা পড়ে আছে। তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।’

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহ্বাজ শরফি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি আহতদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়