Wednesday, September 7

কানাইঘাটে ৪২ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি সহ ১জন আটক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ ৪২ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি সহ কানাইঘাট বাজারের এক চোরা কারবারীকে গ্রেফতার করেছে। বুধবার সকাল ১১টার দিকে থানার এস.আই অজিত কুমার তালুকদার ও এএসআই তোলা মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কানাইঘাট মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে মোদী দোকানী পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র শাহীন আহমদ (২৫) কে ৪২,০০০/- পিস নাসির বিড়ি সহ গ্রেফতার করেন। শাহীন আহমদ দীর্ঘদিন থেকে কানাইঘাট বাজারে নাসির বিড়ি বিক্রি করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত শাহীন আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে পুলিশ আদালতে সোপর্দ করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়