নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার গাছবাড়ী নারাইনপুর গ্রামে বজ্রপাতে ২ কিশোর ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় বড়গুল হাওরে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার নারাইনপুর গ্রামের গ্রামের দিন মজুর সুরুজ আলীর ছেলে আগফৌদ নারাইনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্র হারুন রশীদ (১১) ও গাছবাড়ী মডার্ণ একাডেমী’র ৮ম শ্রেণির ছাত্র ইব্রাহীম আলী(১৪) । নিহতরা সম্পর্কে আপন ভাই। এলাকাবাসী সূত্রে জানায়, নারাইনপুর গ্রামের সুরুজ আলীর দুই পুত্র গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে স্থানীয় বড়গুল হাওরে মাছ ধরতে যায়। রাত ৮টার দিকে হাওরে বজ্রপাতের ঘটনা ঘটলে সেখানেই তারা মৃত্যুবরণ করে। রাতে বাড়ীতে না অাসলে তাদের বড় ভাই অাবু বক্কর বুধবার সকাল ৭ টার দিকে হাওরে খুজতে গেলে সেখানেই তাদেরকে মৃত দেখতে পান। এদিকে একই পরিবারের দুই ভাইয়ের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়