কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিতে শনিবার রাতে ঢাকায় এসেছেন
কোর্টনি ওয়ালশ। রাত সোয়া নয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা
রাখেন ক্যারিবিয়ান কিংবদন্তি।
এই কিংবদন্তির অবশ্য কোচিংয়ের অভিজ্ঞতা নেই বললেই চলে। তারপরও আত্মবিশ্বাসী কোর্টনি ওয়ালশ, বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার আশ্বাসই শোনা যাচ্ছে তার কণ্ঠে।
তিন বছরের চুক্তিতে ঢাকায় আসার পর ওয়ালশ আজই প্রথম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন..
ওয়ালস বলেন, 'গত কয়েক বছরে বাংলাদেশ দলের বোলিংয়ে দারুণ উন্নতি হয়েছে'। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে।
কোচিংয়ে প্রথম। কিন্তু কোচিং ক্যারিয়ারের শুরুতেই কেন বাংলাদেশ? উত্তরে ওয়ালশ বলেন, বিসিবির সিইও যখন বললেন, আমিই তাদের প্রথম পছন্দ, তখন বুঝতে পারলাম তারা আমার প্রতি কত বেশি আগ্রহী। ভেবে দেখলাম বিসিবি তো খেলোয়াড়দের সুযোগ-সুবিধার জন্য অনেক কিছুই করেছে। এটাও আমাকে উৎসাহিত করেছে।
মাশরাফি-তাসকিনদের জন্য এক আদর্শ কোচ হতে চান সাবেক এই ক্যারিবীয় কিংবদন্তি।
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন ২০০১ সালে।
এই কিংবদন্তির অবশ্য কোচিংয়ের অভিজ্ঞতা নেই বললেই চলে। তারপরও আত্মবিশ্বাসী কোর্টনি ওয়ালশ, বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার আশ্বাসই শোনা যাচ্ছে তার কণ্ঠে।
তিন বছরের চুক্তিতে ঢাকায় আসার পর ওয়ালশ আজই প্রথম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন..
ওয়ালস বলেন, 'গত কয়েক বছরে বাংলাদেশ দলের বোলিংয়ে দারুণ উন্নতি হয়েছে'। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে।
কোচিংয়ে প্রথম। কিন্তু কোচিং ক্যারিয়ারের শুরুতেই কেন বাংলাদেশ? উত্তরে ওয়ালশ বলেন, বিসিবির সিইও যখন বললেন, আমিই তাদের প্রথম পছন্দ, তখন বুঝতে পারলাম তারা আমার প্রতি কত বেশি আগ্রহী। ভেবে দেখলাম বিসিবি তো খেলোয়াড়দের সুযোগ-সুবিধার জন্য অনেক কিছুই করেছে। এটাও আমাকে উৎসাহিত করেছে।
মাশরাফি-তাসকিনদের জন্য এক আদর্শ কোচ হতে চান সাবেক এই ক্যারিবীয় কিংবদন্তি।
১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন ২০০১ সালে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়