Tuesday, September 13

আজকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সময়সূচি

আজকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সময়সূচি

কানাইঘাট নিউজ ডেস্ক: ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামছে ইউরোপের শ্রেষ্ঠ দলগুলো।

আজ রাতে চ্যাম্পিয়নস লিগের খেলা আছে মোট ৮টি। আর্সেনাল, পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো বড় বড় দলকে মাঠে দেখা যাবে।

প্রত্যেকটা ম্যাচই বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে।

বড় দুই দল আর্সেনাল বনাম পিএসজি'র খেলাটি দেখাবে, টেন ২। বার্সেলোনা বনাম সেল্টিকের ম্যাচটি টেন এইচডি সরাসরি সম্প্রচার করবে। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে মনশেনগ্লাডবাখ; খেলাটি দেখা যাবে টেন ১। আর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপরীতে লড়বে রোস্তভ। এই খেলাটি দেখাবে টেন ৩।  

আগামীকাল রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে মাঠে দেখা যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়