Thursday, September 8

ইরানের মেট্রো স্টেশনে সুড়ঙ্গ ধসে ৪ শ্রমিক নিহত

ইরানের মেট্রো স্টেশনে সুড়ঙ্গ ধসে ৪ শ্রমিক নিহত
কানাইঘাট নিউজ ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে একটি নতুন মেট্রো স্টেশন নির্মাণকালে একটি সুড়ঙ্গ ধসে পড়ে ৪ শ্রমিক মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন। তেহরানের মেট্রো নেটওয়ার্কের সঙ্গে এই স্টেশনটি যুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলা হয়েছে।

টেলিভিশনের খবরে বলা হয়, এই ঘটনায় ১১ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজন আফগান শরণার্থী রয়েছে। বুধবার সন্ধ্যায় সুড়ঙ্গটির উপরে থাকা কংক্রিটের আস্তরণ নির্মাণ শ্রমিকদের ওপর ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

যানবাহন ও পরিবহন সংক্রান্ত ডেপুটি মেয়র মাজিয়ার হোসেইনী বলেন, 'মানুষের ভুলের কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।'

ইরান ১৯৭৭ সাল থেকে মেট্রো পদ্ধতি নির্মাণ শুরু করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়