Wednesday, September 7

কানাইঘাটে স্টীল নৌকার ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ১


নিজস্ব প্রতিবেদক: পাথর বোঝাই একটি স্টীল নৌকার ধাক্কায় কানাইঘাট সুরমা নদীর খেয়া ঘাটের লোক পারাপারের একটি যাত্রী বোঝাই নৌকা ডুবে বাহার উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে লোভাছড়া পাথর কোয়ারী ছেড়ে আসা নাসিম-৩ নামের একটি স্টীলবডি পাথর বোঝাই নৌকা খেয়া পারাপারের যাত্রীবাহী একটি নৌকাকে স্বজোরে ধাক্কা দিলে সুরমা নদীতে ডুবে যায়। বেশ কয়েকজন আহত হলেও নৌকা ডুবে নিখোঁজ পৌরসভার বায়মপুর গ্রামের মৃত আমির আলীর পুত্র শ্রমজীবি বাহার উদ্দিন (৪৫) অদ্যবধি পর্যন্ত কোন সন্ধান বা লাশ পাওয়া যায় নি। এ ঘটনায় বাহার উদ্দিনের স্ত্রী খয়রুন নেছা (৪০) বাদী হয়ে পাথর বোঝাই স্টীল নৌকার চালক বাবুল আহমদ সহ ৩ জনের বিরুদ্ধে বুধবার থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি স্বীকার করে থানার ওসি মোঃ হুমায়ুন কবির কানাইঘাট নিউজকে জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি এবং নিখোঁজ বাহারের লাশের কোন সন্ধান পাওয়া যায় নি। পাথর বোঝাই নৌকাটিও আটক করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়