কানাইঘাট নিউজ ডেস্ক: ইউকে প্রবাসী কানাইঘাটবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের
পক্ষ থেকে যুক্তরাজ্য সফররত বীর মুক্তিযোদ্ধা জকিগঞ্জ উপজেলার সাবেক
চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদকে এক
ঐতিহাসিক গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে মঙ্গলবার।
প্রফেসর আব্দুল মালিকের সভাপতিত্বে ও ভিপি খসরুজ্জামান খসরুর পরিচালনায় সর্বস্থরের সামাজিক ও রাজনৈতিক নেতা কর্মীদের উপস্থিতিতে পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে আয়োজিত মাসুক উদ্দিন আহমদের এ গণ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা
পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,
যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক
আহাদ চৌধুরী, আসম মিসবাহ, আওয়ামীলীগ নেতা সারব আলী, আনিসুল হক, হুসনে আরা
মতিন।
যুবনেতা খালেদ আহমেদ শাহীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন যুবনেতা শামীম আহমেদ, ছাত্রনেতা আবুল ফয়েজ, মাইনুল ইসলাম, শাহীন তপাদার, আবুল কাইয়ুম সেলিম।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম খান, আওয়ামীলীগ নেতা লুতফুর রহমান সায়াদ, আফসার খান সাদেক, নাজমা হোসেন, রেজিয়া রহমান, রাবেয়া জামান জোসনা, কামরুন্নাহার লিপি।
সবার শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত অতিথিকে বরণ করা হয়।
সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা মাসুদ উদ্দিন আহমদকে দলের একজন নিবেদিত
প্রাণ ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, দলের সকল পর্যায়ে তিনি ত্যাগ
স্বীকার করে নেতাকর্মীদের কাছে মুজিব আদর্শের জীবন্ত আদর্শবান রাজনৈতিক
নেতা হিসেবে নিজেকে প্রতিষ্টিত করেছেন।
তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে দলের নমিনেশন পেয়েও দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে নমিনেশন প্রত্যাহার করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন।
--- লন্ডনবিডিনিউজ২৪
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়