Wednesday, September 28

সিঙ্গাপুরে হান্নান শাহ'র প্রথম জানাজা অনুষ্ঠিত

সিঙ্গাপুরে হান্নান শাহ'র প্রথম জানাজা অনুষ্ঠিত
কানাইঘাট নিউজ: সিঙ্গাপুরে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ'র প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের অ্যাঙ্গলিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজায় উপস্থিত ছিলেন।

বিএনপি একটি সূত্র এ তথ্য জানিয়েছে। জানাজায় হান্নান শাহ’র ছোট ছেলে রিয়াদুল হান্নান, সিঙ্গাপুর বিএনপি’র সভাপতি আব্দুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হান্নান শাহ’র মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তার পরিবারের সদস্যরা। বিকেল ৬টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে হান্নান শাহ’র মরদেহ। হান্নান শাহ মঙ্গলবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়