Monday, September 5

স্মার্টফোনের দামে নতুন ল্যাপটপ

স্মার্টফোনের দামে নতুন ল্যাপটপ
কানাইঘাট নিউজ ডেস্ক: বাজারে এসেছে মাইক্রোম্যাক্স নিও সিরিজের নতুন ল্যাপটপ। ইতিমধ্যেই ভারতের বাজারে বেশ জনপ্রিয় কোম্পানির ‘আলফা’ ও ‘ক্যানভাস’ রেঞ্জের নোটবুকগুলি। কিন্তু নতুন এই ‘মাইক্রোম্যাক্স নিও’ বাজেট ল্যাপটপ হিসেবে ক্রেতাদের আকর্ষণ করবে বলেই ধারণা কোম্পানির। তাই দাম রাখা হয়েছে স্মার্টফোনের মতোই, মাত্র ১৮ হাজার।

দেখে নিন এক ঝলকে কী কী থাকছে এই ল্যাপটপে—

১. ১৪ ইঞ্চি স্ক্রিন
২. ১৩৬৬x৭৬৮ পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে
৩. ৪ জিবি র‌্যাম
৪. ৫০০ জিবি হার্ড ডিস্ক ড্রাইভ
৫. কোয়াড কোর ইনটেল পেন্টিয়াম প্রসেসর
৬. ওয়াইফাই ৮০২.১১বিজিএন এবং ব্লুটুছ ৪.০ স্ট্যান্ডার্ড
৭. দু’টি ইউএসবি ২.০ পোর্ট, একটি ইউএসবি ৩.০ পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়