Sunday, September 11

তামান্নার পরবর্তী সিনেমা 'ডেভিল'এর ট্রেলার প্রকাশ

তামান্নার পরবর্তী সিনেমা 'ডেভিল'এর ট্রেলার প্রকাশ

কানাইঘাট নিউজ ডেস্ক: 'বাহুবলীর' নায়িকা তামান্না ভাটিয়ার পরবর্তী ছবি 'ডেভিল'। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। সিনেমাটির ট্রেলার দেখলেই বোঝা যায় বিনোদনে ভরপুর একটি সিনেমা।

এক পলকে তিনি একজন সাধারণ ট্র্যাডিশনাল গৃহবধূ তার পরমুহূর্তেই তিনি আবার এক স্টাইলিশ অভিনেত্রী। সিনেমাটিতে এমন এক বিপরীতধর্মী লুকেই দেখা যাবে তামান্নাকে। ছবিতে তাকে কিছু ভৌতিক রুপেও দেখা যাবে। কিন্তু তা যতটা না ভয়ের তার থেকে বেশি হাস্যকর।

ছবিটিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, প্রভুদেবা, সোনু সুদ এবং এক বিশেষ ভুমিকায় রয়েছেন এমি জ্যাকসন। এটি একটি কমেডি-হরর ছবি, যেখানে তামান্না যুগ্ম চরিত্রে অভিনয় করছেন। ছবির ফার্স্ট লুক বা ট্রেলার এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ছবিতে ভয়ের দৃশ্যগুলি রয়েছে একেবারেই হাসির মোড়কে।

ছবিটি রিলিজ হবে- হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায়। আগামী ৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়