Friday, September 16

টাঙ্গাইলে যাত্রীবাহী ব‍াস উল্টে নিহত ৪, আহত ২০

কালিহাতিতে যাত্রীবাহী ব‍াস উল্টে নিহত ৪, আহত ২০

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পুংলি এলাকায় যাত্রীবাহী ব‍াস উল্টে চার জন নিহত হয়েছেন। আহত অন্তত ২০ জন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধুসেতু সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহাব মিয়া জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুংলি এলাকায় মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়