কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্বত্ব কিনেছে ডাচ বাংলা ব্যাংক।
সিরিজটির নাম 'রকেট ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে
সিরিজ ২০১৬' ঘোষণা করা হয়েছে।
বিসিবির বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, দুই বছরের জন্য ঘরোয়া সিরিজের টাইটেল স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। তাদের কাছ থেকে দুই বছরের জন্য এই স্বত্ব কিনেছে ডাচ বাংলা। '১৫টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। সেখান থেকে সেরা তিনটিকে আবার দর দিতে বলা হয়েছিল'। সেখানে সবচেয়ে বেশি দিয়ে টাইটেল স্বত্ব কিনেছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম।
তিনি আরো জানান, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি অর্থ এবার পেয়েছি। যদি আগের বারের সঙ্গে তুলনা করি, এবার ম্যাচ প্রতি আমরা ৪০ শতাংশ বেশি অর্থ পাব'।
বিসিবির বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, দুই বছরের জন্য ঘরোয়া সিরিজের টাইটেল স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। তাদের কাছ থেকে দুই বছরের জন্য এই স্বত্ব কিনেছে ডাচ বাংলা। '১৫টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। সেখান থেকে সেরা তিনটিকে আবার দর দিতে বলা হয়েছিল'। সেখানে সবচেয়ে বেশি দিয়ে টাইটেল স্বত্ব কিনেছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম।
তিনি আরো জানান, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি অর্থ এবার পেয়েছি। যদি আগের বারের সঙ্গে তুলনা করি, এবার ম্যাচ প্রতি আমরা ৪০ শতাংশ বেশি অর্থ পাব'।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়