Wednesday, September 7

তাওয়াফের সময় যে কাজগুলো নিষেধ


কানাইঘাট নিউজ ডেস্ক: যথাযথভাবে আদায় না করলে হজ হবে না। তাওয়াফের নিয়মাবলী ইতোপূর্বে তুলে ধরা হয়েছে। হজ ও ওমরা পালনকারীদের জন্য তাওয়াফের সময় যে কাজগুলো করা নিষেধ এবং মাকরূহ, তা তুলে ধরা হলো- তাওয়াফে যে কাজ নিষেধ ১. গোসল ফরজ হওয়া অবস্থায়; ২. মহিলাদের সন্তান প্রসব পরবর্তী সময় ও ঋতুস্রাব অবস্থায়; ৩. বিনা ওজরে কারো কাঁধে চরে তাওয়াফ; ৪. বিনা ওজুতে তাওয়াফ করা; ৫. বিনা ওজরে হাঁটুতে ভর দিয়ে তাওয়াফ; ৬. উল্টোভাবে তথা ঘড়ির কাঁটা যে দিক চলে সেভাবে তাওয়াফ; ৭. হাতিমকে বাদ দিয়ে তাওয়াফ করা। অর্থাৎ হাতিমের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়া; ৮. তাওয়াফের কোনো এক চক্কর বা একাংশ ত্যাগ করা; ৯. হাজরে আসওয়াদের পরিবর্তে অন্য স্থান থেকে তাওয়াফ শুরু করা; ১০. তাওয়াফকালীন সময়ে বাইতুল্লাহমুখী হয়ে থাকা। অবশ্য তাওয়াফের শুরুতে হাজরে আসওয়াদকে সম্মুখে রেখে দাঁড়ানো এবং তাওয়াফ শুরু করা স্বাতন্ত্র বিষয়; ১১. তাওয়াফের যে কোনো ওয়াজিব তরক করা।; পরিশেষে… আল্লাহ তাআলা হজ ও ওমরা পালনকারীদেরকে তাওয়াফকালে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়ার তাওফিক দান করুন। উপরোক্ত বিষয়গুলো থেকে হেফাজত করুন। সুন্দরভাবে তাওয়াফ করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়