Sunday, September 4

ঈদপরবর্তী ট্রেনের টিকেট মিলবে সোমবার থেকে


কানাইঘাট নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার শেষে ফেরত যাত্রীদের ঈদ পরবর্তী ট্রেনের টিকেট আগামীকাল সোমবার থেকে বিক্রি শুরু হবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না। রেলওয়ে সূত্র জানায়, আগামী ১৪ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৫ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৬ সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৭ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৮ সেপ্টেম্বর এবং ১৮ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৯ সেপ্টেম্বর বিক্রি করা হবে। সূত্র জানায়, টিকেট বিক্রির সময় রেলওয়ে কর্মকর্তারা তত্ত্বাবধান করবেন। টিকেট কালোবাজারি প্রতিরোধে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী ১৩ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের পরদিন থেকেই সাধারণত যাত্রীরা রাজধানীতে ফিরতে শুরু করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়