Friday, September 16

বাজারে এসেছে দ্রুতগতির র‌্যাম

বাজারে এসেছে দ্রুতগতির র‌্যাম
কানাইঘাট নিউজ ডেস্ক: বাজারে এসেছে কিংস্টোন ব্র্যান্ডের হাইপারএক্স ফিউরি ডিডিআরফোর র‌্যাম। ইন্টেলের ১০০ সিরিজ কিংবা এক্স৯৯ চিপসেটের মাদারবোর্ডের সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করতে অটোমেটিক ওভারক্লকিংয়ের মাধ্যমে এই র‌্যাম সর্বোচ্চ ২,৬৬৬ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি পাওয়া যায়।

দ্রুতগতিতে ভিডিও এডিটিং, থ্রিডি, রেন্ডারিং, গেমিং এবং উচ্চপর্যায়ের গ্রাফিকস প্রসেসিংয়ে ইন্টেলের ২, ৪, ৬ এবং ৮ কোরের প্রসেসরের  সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করে এই র‌্যাম। এর অন্যতম গুণ হচ্ছে ডিডিআরথ্রি এর চেয়ে ১.২ ভোল্ট কম বিদ্যুৎ প্রয়োজন হয়। এছাড়া, বিশেষ অপ্রতিসম ডিজাইনের কারণে অন্যান্য র‌্যামের তুলনায় এই র‌্যাম কম তাপ উৎপন্ন করে।

প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টিসহ ২ হাজার ৪০০ মেগাহার্টজের এই র‌্যামের ৪ ও ৮ জিবির দাম যথাক্রমে ২ হাজার ৫০ টাকা এবং ৩ হাজার ৪৫০ টাকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়