নিজস্ব প্রতিবেদক:
মাসিক মদিনা পত্রিকার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মরহুম আল্লামা মহি উদ্দিন খাঁন এর জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা কানাইঘাট উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ২টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের নির্বাহী সম্পাদক মাওঃ নুর আহমদ কাসিমীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় জমিয়তের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আল্লামা মহি উদ্দিন খাঁন এর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাদের বক্তব্যে বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে আল্লামা খাঁন দেশের পক্ষে অগ্রনী ভূমিকা পালন করে ইসলাম ও মুসলমানদের দুর্দিনে অবিস্মরনীয় অবদান রেখেছিলেন। বাংলা সাহিত্যের বিকাশ ও ইসলামী জীবন ধারনের উপর তাঁর লিখনী শক্তি এবং ইসলামী আন্দোলনের জন্য তাঁর ত্যাগ তিতীক্ষা ও সততা দেশপ্রেম আগামী দিনে এ দেশের আলেম সমাজদের দিকনির্দেশনার ইতিহাস হয়ে থাকবে। উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান ও মাও. খলিলুর রহমানের যৌথ পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে কেন্দ্রীয় সহ সভাপতি মাওঃ শায়খ জিয়া উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জমিয়তের সাংগঠনিক সম্পাদক আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, জমিয়তের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আল্লামা মহি উদ্দিন খাঁনের সুযোগ্য পুত্র আলহাজ¦ মস্তফা মঈন উদ্দিন খাঁন, আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসবাদী, সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও. জয়নুল আবেদীন, সুরইঘাট মুহসিনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা শফিকুল হক। বক্তব্য রাখেন জমিয়ত নেতা শায়খুল হাদিস মাও. আবুল ওদুদ, মাও. শিব্বির বিন আরমান, মাও. এহসান উল্লাহ, মাও. ওলিউর রহমান, মাও. শামসুল ইসলাম, মাও. হেলাল আহমদ, ছাত্র জমিয়ত নেতা মাও. রিয়াজ উদ্দিন, মাও. বোরহান আহমদ, মাও. হাফিজ ফয়েজ উদ্দিন, মাও. আলতাফ হোসেন, মাও. আবুল কালাম, হাফিজ ফয়জুল করিম, মাও. এনামুল হক, তাজ উদ্দিন হানাফী, আব্দুশ শুক্কুর, মহি উদ্দিন, ফখরুল ইসলাম, জুবায়ের আহমদ চৌধুরী, আব্দুল মুমিন, মুফতি এহসান উল্লাহ,মাও.খালেদ,মাও. হারুনুর রশিদ সহ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়