Sunday, September 25

পুরনো টিভিকে বানিয়ে নিন স্মার্ট টিভি


কানাইঘাট নিউজ ডেস্ক: পুরনো টিভিকে বানিয়ে নিতে পারবেন স্মার্ট টিভি। এজন্য লাগবে না তেমন কিছু। প্রয়োজন কিছু যন্ত্রাংশ। আর জানতে হবে কলাকৌশল। জেনে নিন কীভাবে পুরনো টিভিতে স্মার্ট টিভির স্বাদ পাবেন। ১) ক্রোমকাস্ট এমন এক ডিভাইস যা দিয়ে আপনি আপনার ফোন বা ট্যাবকে আপনার টিভির সঙ্গে যোগ করতে পারেন। এর ফলে ট্যাব বা ফোনে থাকা গান, ভিডিও, সিনেমা অনায়েসে আপনি চালাতে পারবেন আপনার টিভিতে ৷ ২) টিভি-২ ডিভাইসের সাহায্যে আপনি আপনার টিভিতে অনায়েসে ইউটিউব চালাতে পারবেন ৷ যা কিনা একেবারে ওয়ারলেস। ৩) কিনে ফেলুন ইউএসবি কেবল। টিভিতে লাগিয়ে ব্যবহার করতে পারেন পেন ড্রাইভ। ৪) আইরিয়ো স্মার্ট টিভি এমন এক স্মার্ট পিসি যা আপনি আপনার টিভির সঙ্গে কানেক্ট করা যাবে। টিভিকে একেবারে কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন ৷ ৫) বাজারে এসেছে অ্যানড্রয়েড ম্যাজিক স্টিক। যা আপনার সাধারণ টিভিকে বানিয়ে দেবে স্মার্ট টিভি। এটা ব্যবহার করলে, আপনার টিভিতে সমস্তরকম অ্যানড্রয়েড সুবিধা পাওয়া যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়