নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৫নং বড়চতুল ইউপি আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে দু'গ্রুপের মধ্যে অল্পের জন্য বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে বড়চতুল ইউপি আ’লীগের অভ্যন্তরীন কোন্দল চলে আসছিল। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ইউপি আ’লীগের সভাপতি বড়চতুল ইউপির সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জামিল আহমদ। শুক্রবার বিকেল ৩টায় সাধারণ সম্পাদক জামিল আহমদের গ্রুপের ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুবশ্বির আলী চাচাই গ্রুপ চতুল বাজারের পাশে দুর্গাপুর গ্রামে লাঠি সোটা নিয়া অবস্থান নিলে সাধারণ সম্পাদক জামিল আহমদ ও উপজেলা আ’লীগের সদস্য জাকির হোসেন জাকারিয়া, রশিদ আহমদ, এড. ইয়াহিয়া, শাহীন আহমদ, নিজাম উদ্দিন ও বাবুল আহমদের নেতৃত্বে এ গ্রুপের নেতাকর্মীরা চতুল বাজারের উদ্দেশ্যে বিকেল ৪টার সময় রওয়ানা দেয়। একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা বড় ধরনের সংঘর্ষের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলে এলাকার ৪টি পরগনার বিশিষ্ট ব্যক্তিবর্গ উভয় পক্ষকে বড় ধরনের সংঘর্ষ থেকে নিবৃত্ত করেন এবং বিষয়টি মুরব্বীয়ানরা সালিশে নিষ্পত্তিরও উদ্যোগ নেন। স্থানীয় এলাকাবাসী ও আ’লীগের নেতাকর্মীরা জানিয়েছেন, চার পরগনার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যস্থতার কারনে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে এলাকাবাসী রক্ষা পেয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়