কানাইঘাট নিউজ ডেস্ক:
গোলাপগঞ্জ থেকে জাল নোটসহ তিন জনকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হচ্ছে- একই উপজেলার ডামপাল গ্রামের গৌছ মিয়া (৫০), ফাজিলপুর গ্রামের নিজাম উদ্দিন (৩০) ও মোবেল আহমদ (৪০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
সিলেট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম আল মামুন এর তত্ত্বাবধানে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ থানার রানাপিং বাজারে অভিযান চালান। অভিযানকালে জাল নোট লেনদেনের সময় ১২টি এক হাজার টাকার জাল নোট ও নোট তৈরীর সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়