কানাইঘাট নিউজ ডেস্ক:
'ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর পেশাগত দক্ষতার পরিচয় দিচ্ছে' শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতায়
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া
বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক ও সামাজিক সমস্যা। এটা মোকাবেলা সবার
সহযোগিতা প্রয়োজন। এটিএন বাংলা ও ইউসিবিএল ব্যাংকের আয়োজনে আজ শনিবার বেলা
১১টায় এফডিসির আট নম্বর ফ্লোরে এ বির্তক অনুষ্ঠিত হয়।
জঙ্গিবাদ মোকাবেলায় নাগরিক সচেতনতা দরকার। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর প্রিভেন্টিভ ব্যবস্থার কারণে অনেক জঙ্গি হামলা প্রতিহ্ত করা সম্ভব হয়েছিল। শোলকিয়ার হামলায় দুইজন পুলিশ নিহত হয়ে কয়েকশত লোকের প্রাণ বাঁচিয়েছিল। আমরা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব যথেষ্টভাবে পালন করে যাচ্ছি। ডিএমপিকে ২৮৭টি বিটে ভাগ করা হয়েছে। এখানে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ করে কয়েকশত উঠান বৈঠকের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরি করছি।
কমিশনার আরো বলেন, জঙ্গিদমনে বিশেষ ভূমিকা পালন করে সোয়াট টিম। যা দেয় যুক্তরাষ্ট্র। হলি আর্টিজানে হামলার পরে যুক্তরাষ্ট বলেছে, আমরা শঙ্কিত ছিলাম বাংলাদেশ পুলিশ সঠিকভাবে প্রশিক্ষণ নিয়েছিল কি না। কিন্তু পরে তারা পুলিশের ভূয়সী প্রশংসা করেছে। বাংলাদেশ পুলিশ শুধু অপারেশন করে না। তারা সমাজের সকল শ্রেণীর লোকের সঙ্গে সচেতনতা বৃদ্ধি করছে।
তিনি আরো বলেন, পুলিশের প্রোঅ্যাকটিভ। পুলিশের ভূমিকা প্রশংসনীয়।
জাপান ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ পুলিশকে বেশকিছু প্রশিক্ষণ দেবে। যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা সারা বিশ্বের প্রশংসা পেয়েছি। মক্কায় গ্র্যান্ড মুফতি তার বক্তব্যে জঙ্গি দমনের কথা বলেছেন।
ডিবেট ফর ডেমোক্রসির ছায়া সংসদে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়, গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান ও অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলীসহ পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জঙ্গিবাদ মোকাবেলায় নাগরিক সচেতনতা দরকার। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর প্রিভেন্টিভ ব্যবস্থার কারণে অনেক জঙ্গি হামলা প্রতিহ্ত করা সম্ভব হয়েছিল। শোলকিয়ার হামলায় দুইজন পুলিশ নিহত হয়ে কয়েকশত লোকের প্রাণ বাঁচিয়েছিল। আমরা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব যথেষ্টভাবে পালন করে যাচ্ছি। ডিএমপিকে ২৮৭টি বিটে ভাগ করা হয়েছে। এখানে পুলিশ কর্মকর্তাদের নিয়োগ করে কয়েকশত উঠান বৈঠকের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরি করছি।
কমিশনার আরো বলেন, জঙ্গিদমনে বিশেষ ভূমিকা পালন করে সোয়াট টিম। যা দেয় যুক্তরাষ্ট্র। হলি আর্টিজানে হামলার পরে যুক্তরাষ্ট বলেছে, আমরা শঙ্কিত ছিলাম বাংলাদেশ পুলিশ সঠিকভাবে প্রশিক্ষণ নিয়েছিল কি না। কিন্তু পরে তারা পুলিশের ভূয়সী প্রশংসা করেছে। বাংলাদেশ পুলিশ শুধু অপারেশন করে না। তারা সমাজের সকল শ্রেণীর লোকের সঙ্গে সচেতনতা বৃদ্ধি করছে।
তিনি আরো বলেন, পুলিশের প্রোঅ্যাকটিভ। পুলিশের ভূমিকা প্রশংসনীয়।
জাপান ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ পুলিশকে বেশকিছু প্রশিক্ষণ দেবে। যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আমরা সারা বিশ্বের প্রশংসা পেয়েছি। মক্কায় গ্র্যান্ড মুফতি তার বক্তব্যে জঙ্গি দমনের কথা বলেছেন।
ডিবেট ফর ডেমোক্রসির ছায়া সংসদে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) কৃষ্ণপদ রায়, গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান ও অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলীসহ পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়