Tuesday, September 27

মহিলা দলের সভাপতি হলেন মির্জা আব্বাসের স্ত্রী

মহিলা দলের সভাপতি হলেন মির্জা আব্বাসের স্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন বিএনপির নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগে তিনি এই কমিটির সহসভাপতি ছিলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি অনুমোদন করেছেন।

এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন নূরজাহান ইয়াসমিন। সহসভাপতি জেবা খান। সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খান যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

একই সঙ্গে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) জাতীয়তাবাদী মহিলা কমিটিও ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হয়েছেন পেয়ারা মোস্তফা আর সাধারণ সম্পাদক আমেনা বেগম। দক্ষিণে সভাপতি হয়েছেন রাজিয়া আলিম আর সাধারণ সম্পাদক শামসুননাহার বেগম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়