Sunday, September 25

পালমাসের বিপক্ষেও রিয়ালের হোঁচট

পালমাসের বিপক্ষেও রিয়ালের হোঁচট
কানাইঘাট নিউজ ডেস্ক: শনিবার রাতে লাস পালমাসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লিগে টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়ার পর গত বুধবার ভিয়ারিয়ালের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করার পর এবার পালমাসের বিপক্ষেও জয় পেল না জিদানের দল।

এই ম্যাচের আগে স্পোর্তিং গিহনের জালে গোল উৎসব করে শীর্ষস্থান দখল করেছিল বার্সেলোনা। ওই ম্যাচে ৫-০ তে জেতা বার্সেলোনার পয়েন্ট ১৩। তবে হোঁচট খেলেও শীর্ষস্থানে রয়েছে রিয়াল, তাদের পয়েন্ট ১৪।

৩৩তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। স্পেনের ডিফেন্ডার নাচো ফের্নানদেসের শট গোলরক্ষক ভারাস ঠেকিয়ে দিলেও ফিরতি বল হেডে জালে জড়ান স্পেনের তরুণ মিডফিল্ডার মার্কো আসেনসিও।

এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি রিয়ালের। বাঁ দিক থেকে পালমাসের স্প্যানিশ মিডফিল্ডার মোমোর ক্রস রাফায়েল ভারানে হেডে ঠেকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার মাথা হয়ে বল পেয়ে যান ফাঁকায় দাঁড়ানো আরেক স্প্যানিশ মিডফিল্ডার তানা। ঠাণ্ডা মাথায় বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক কিকো কাসিয়াকে পরাস্ত করেন তিনি।

আক্রমণের ধার বাড়াতে ৬৪তম মিনিটে গোলদাতা মিডফিল্ডার আসেনসিওকে বসিয়ে স্ট্রাইকার করিম বেনজেমাকে নামান কোচ। আস্থার প্রতিদান দিতে দেরি করেননি ফরাসি তারকা। ৬৭তম মিনিটে রোনালদোর শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে ফিরতি বল জালে পাঠিয়ে দেন বেনজেমা।

৭২তম মিনিটে রোনালদোকে বসিয়ে স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস ভাসকেসকে নামান কোচ। বদলির সিদ্ধান্তে পর্তুগিজ তারকার চোখে-মুখে ছিল স্পষ্ট অসন্তুষ্টির ছাপ।

৮৫তম মিনিটে আবারও রিয়াল সমর্থকদের হতবাক করে দিয়ে সমতায় ফেরে পালমাস। দুরূহ কোণ থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আরুজোর শট গোলরক্ষক কাসিয়া ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়