কানাইঘাট নিউজ ডেস্ক:
মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের এক নম্বর
ধনীর তকমাটা আঁকড়ে রেখেছিলেন। কিন্তু বিশ্বের সবচেয়ে প্রচলিত ফ্যাশন রিটেল
চেন ব্র্যান্ড ‘জারা’-র মালিক অ্যামানসিও ওর্তেগার কাছে এবার মুকুট হারাতেই
হলো তাকে।
পৃথিবীর একটি বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের করা সমীক্ষায় এই তথ্য উঠেছে। এই মুহূর্তে ওর্তেগার সঞ্চিত ধনসম্পত্তির পরিমাণ ৭৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
বিল গেটসের সঞ্চিত ধন-সম্পত্তির মূল্য ৭৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। যা ওর্তেগার সঞ্চিত ধন-সম্পত্তির থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার কম। এর ফলে বিল গেটস এখন ধনী ব্যক্তিদের তালিকায় দু’নম্বরে। গত বুধবার ‘জারা’-র মূল সংস্থা ইন্ডিটেক্স-এর শেয়ারের মূল্য ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেতেই বিল গেটসকে সরিয়ে ধনীদের তালিকায় এক নম্বরে উঠে আসেন ওর্তেগা
এই মুহূর্তে ‘জারা’-র ৫৯ দশমিক ৩ শতাংশ শেয়ারের মালিকানা আছে অ্যামানসিও ওর্তেগার কাছে। যদিও, তিনি মেয়ে মার্তার হাতে ব্যবসার দায়ভার তুলে দিতে যাবতীয় আয়োজন সেরে ফেলেছেন। খুব তাড়াতাড়ি মার্তা ‘জারা’-র পরিচালন পর্ষদের প্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন বলেও জানা গেছে।
পৃথিবীর একটি বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের করা সমীক্ষায় এই তথ্য উঠেছে। এই মুহূর্তে ওর্তেগার সঞ্চিত ধনসম্পত্তির পরিমাণ ৭৯ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
বিল গেটসের সঞ্চিত ধন-সম্পত্তির মূল্য ৭৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। যা ওর্তেগার সঞ্চিত ধন-সম্পত্তির থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার কম। এর ফলে বিল গেটস এখন ধনী ব্যক্তিদের তালিকায় দু’নম্বরে। গত বুধবার ‘জারা’-র মূল সংস্থা ইন্ডিটেক্স-এর শেয়ারের মূল্য ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেতেই বিল গেটসকে সরিয়ে ধনীদের তালিকায় এক নম্বরে উঠে আসেন ওর্তেগা
এই মুহূর্তে ‘জারা’-র ৫৯ দশমিক ৩ শতাংশ শেয়ারের মালিকানা আছে অ্যামানসিও ওর্তেগার কাছে। যদিও, তিনি মেয়ে মার্তার হাতে ব্যবসার দায়ভার তুলে দিতে যাবতীয় আয়োজন সেরে ফেলেছেন। খুব তাড়াতাড়ি মার্তা ‘জারা’-র পরিচালন পর্ষদের প্রধান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন বলেও জানা গেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়