Sunday, September 4

জলবায়ু চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন যুক্তরাষ্ট্র-চীনের

জলবায়ু চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন যুক্তরাষ্ট্র-চীনের
কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্ব জলবায়ু চুক্তিকে এবার আনুষ্ঠানিক অনুমোদন দিল কার্বন নিঃসরণকারী শীর্ষ দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্র। শনিবার চীনের হাংঝুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চুক্তি অনুমোদনের আনুষ্ঠানিক এ যৌথ ঘোষণা দেন।

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের হাতে নিজ দেশের কার্বন নিঃসরণ হ্রাসের পরিকল্পনা জমা দেন এই দুই রাষ্ট্রপ্রধান। এ সময় উচ্ছ্বসিত বারাক ওবামা বলেন, জলবায়ু পরিবর্তন প্রতিরোধে 'আমরা শেষ পর্যন্ত পৃথিবীকে রক্ষার সিদ্ধান্ত নিতে পেরেছি। আশা করি আজকের এ পদক্ষেপ ইতিহাসে পালাবদলের সেরা ক্ষণ হিসেবে গণ্য হবে। '

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তার দেশ এই চুক্তির প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ু পরিবর্তনের প্রতি নতুন নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। যৌথ ঘোষণার প্রতিক্রিয়ায় জাতিসংঘ প্রধান বান কি মুন বলেন, বিশ্ব জলবায়ু চুক্তি বাস্তবায়নে আমি এখন অনেক বেশি আশাবাদী। ওবামা ও জিনপিংকে উদ্দেশ করে তিনি আরও বলেন, 'প্যারিস চুক্তিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে আপনারা এই চুক্তিকে কার্যকর করার গতি আরও জোরালো করেছেন। আশা করি, আমরা চলতি বছর শেষ হওয়ার আগেই তা কার্যকর করতে পারব।'

চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের ৪০ শতাংশের বেশি কার্বন উৎপাদন করে থাকে, যারা জলবায়ু পরিবর্তনের জন্য ব্যাপকভাবে দায়ী। জলবায়ু চুক্তি বাস্তবায়নে এ পদক্ষেপ অন্যতম বড় উদ্যোগ বলে মনে করছেন বিভিন্ন দেশের জলবায়ু বিশেষজ্ঞরা। চীনে আজ শুরু হচ্ছে ১১তম জি-২০ সম্মেলন। এ সম্মেলনের মুখে চীন-যুক্তরাষ্ট্রের প্যরিস চুক্তি অনুমোদনের এ ঘোষণা বিশ্বের শীর্ষ ২০ ধনী দেশকেও চাপে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। গত ডিসেম্বরে প্যারিসে স্বাক্ষরিত হয়েছিল এই জলবায়ু চুক্তি।  বিবিসি ও এএফপি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়