Sunday, September 4

বুধবার থেকে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু


কানাইঘাট নিউজ ডেস্ক: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) থেকে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু করবে সরকার। ওইদিন কুড়িগ্রামের চিলমারিতে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। তিনি জানান, কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে এ সহায়তা দেয়া হবে। বছরের পাঁচ মাস (সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল) এ কর্মসূচি চলবে। প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়