কানাইঘাট নিউজ ডেস্ক:
নাম: সৈয়দ শামসুল হক
উপাধি : সব্যসাচী
(সাহিত্যের সব শাখায় সক্রিয়তার জন্য)
জন্ম : ২৭ ডিসেম্বর, ১৯৩৫
মৃত্যু : ২৭ সেপ্টেম্বর, ২০১৬
জন্মস্থান : কুড়িগ্রাম
বাবা : সৈয়দ সিদ্দিক হুসাইন
মা : হালিমা খাতুন
দাম্পত্যসঙ্গী : আনোয়ারা সৈয়দ হক
পড়াশোনা : শিক্ষাজীবন শুরু কুড়িগ্রাম মাইনর স্কুলে। পরে কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুল, জগন্নাথ কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রথম সাহিত্যকর্ম :
তাস (ছোটগল্প, ১৯৫৪)
একদা এক রাজ্যে (কবিতা, ১৯৬১)
এক মহিলার ছবি (উপন্যাস, ১৯৫৯)
পায়ের আওয়াজ পাওয়া যায় (কাব্যনাট্য, ১৯৭৬)
সীমান্তের সিংহাসন (শিশুসাহিত্য, ১৯৮৮)
হৃৎ কলমের টানে (প্রবন্ধ, ১৯৯১)
সম্মাননা :
বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৬
আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৬৯
অলক্ত স্বর্ণপদক, ১৯৮২
আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৩
কবিতালাপ পুরস্কার, ১৯৮৩
লেখিকা সংঘ সাহিত্য পদক, ১৯৮৩
একুশে পদক, ১৯৮৪
জেবুন্নেসা-মাহবুবউল্লাহ স্বর্ণপদক, ১৯৮৫
পদাবলী কবিতা পুরস্কার, ১৯৮৭
নাসিরুদ্দীন স্বর্ণপদক, ১৯৯০
টেনাশিনাস পদক, ১৯৯০
জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৯৮৩
(‘পুরস্কার’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ও গীতিকার হিসেবে)
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, ২০১১
খবর বিভাগঃ
সংস্কৃতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়