Sunday, September 4

কমিউনিটি ব্যক্তিত্ব মিছবাহর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় হুইপের শোক


কানাইঘাট নিউজ ডেস্ক: বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মিছবাহ উদ্দিন আহমদের মাতা তাহিরুন নেছা আর নেই। শুক্রবার রাত ৯টার সময় লন্ডন ওয়ালথামস্টো হুইফক্রস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ২ ছেলে ও ১মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ যোহর ইস্ট লন্ডন মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্টিত হবে। জানাযা শেষে এসেক্স গার্ডেন অফ পিস গুরুস্তানে তাকে সমাহিত করা হবে। জানাযায় তার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী সকলকে অংশগ্রহনের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তাহিরুন নেছার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে মরহুমার রোহের মাগফেরাতের জন্য দেশবাসীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। মরহুমার গ্রামের বাড়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামে। উল্লেখ্য, মরহুমা তাহিরুন নেছা বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি’র বড় চাচী। - See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/69836#sthash.PsGzAseY.dpuf

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়