Thursday, September 22

কাপিল শার্মার শো ত্যাগ নভজোত সিং সিধুর

কাপিল শার্মার শো ত্যাগ নভজোত সিং সিধুর
কানাইঘাট নিউজ ডেস্ক: দ্যা কাপিল শার্মা শো দারুণ ভাবে সাড়া ফেলেছে ভারত সহ সারা বিশ্বে। এই কাপিল শার্মা শোকে জনপ্রিয় করে তোলার পিছনে দুজন হলেন কাপিল এবং নভজোত সিং। এই দুজনের একজন নভজোত সিং সিধু ছেড়ে দিচ্ছেন এই শোটি। তাকে আর দেখা যাবে না দ্যা কাপিল শর্মা শো এর বিচারকের দায়িত্বে।

এখন শুধু পাঞ্জাবের রাজনীতি নিয়েই ব্যস্ত থাকতে চান সাবেক এ ক্রিকেটার। সম্প্রতি তিনি বিজেপি থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিজেই আওয়াজ-ই-পাঞ্জাব নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন।

কমেডি শোতে বিচারকের দায়িত্ব ছেড়ে দেয়া সিধু এবার পুরোপুরিভাবে রাজনীতিতেই ক্যারিয়ার গড়তে চান। সিধুর স্ত্রী নভজোত কৌর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিধু এখন থেকে শুধু পাঞ্জাবের রাজনীতি নিয়েই ব্যস্ত থাকবেন। এ কারণেই তিনি আগেভাগেই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকল শোয়ের রেকর্ড সম্পন্ন করে ফেলেছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনে নিজ দলের প্রচারণা শুরু করার জন্য ১ অক্টোবর পাঞ্জাবের অমৃতসরে পৌঁছাবেন সিধু।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়