কানাইঘাট নিউজ ডেস্ক:
ইবাদাতের মধ্যে নামাজ হলো গুরুত্বপূর্ণ ও সর্বোত্তম ইবাদাত। এ কারণেই কিয়ামাতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেয়ার কথা ঘোষণা করেছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নামাজের মাধ্যমেই বান্দা ও তাঁর প্রভুর সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং বান্দা নামাজের মাধ্যমে স্রষ্টার পূর্ণ আনুগত্য প্রকাশ করে থাকে। তাই ইসলাম নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছে। এ নামাজের রয়েছে গুরুত্বপূর্ণ ফরজ কাজ। যা তুলে ধরা হলো-
নামাজের ফরজসমূহ
>> সামর্থ্য থাকলে দাঁড়ানো;
>> তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলা;
>> সুরা ফাতিহা পাঠ করা;
>> রুকু’ করা;
>> রুকু’ থেকে ওঠে সোজা হয়ে দাঁড়ানো;
>> সাত অঙ্গের ওপর (ভর দিয়ে) সিজদা করা;
>> সিজদা থেকে ওঠা;
>> শেষ বৈঠকে তাশাহহুদ পড়া;
>> নামাজের এ রোকনগুলো সম্পাদনে স্থিরতা বজায় রাখা;
>> রোকনগুলো আদায়ে ধারাবাহিকতা রক্ষা করা;
>> ডানে এবং বামে দুই সালাম প্রদান বা সালাম ফিরানো;
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজ আদায়ে যত্নবান হওয়ার তাওফিক দান করুন এবং ফরজগুলো আদায়ের তাওফিক দান করুন। আমিন।
খবর বিভাগঃ
ইসলাম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়