Monday, September 12

রাজধানীতে ছাগল কিনলে গরু ফ্রি!

রাজধানীতে ছাগল কিনলে গরু ফ্রি!

কানাইঘাট নিউজ ডেস্ক: আগে থেকেই শোনা গেছে বড় গরুর সঙ্গে ছাগল ফ্রি দেওয়ার কথা। শুনতে অবাক লাগলেও এবার ছাগলের সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে গরু! রাজধানীর মেরুল বাড্ডা আফতাব নগর পশুর হাটে এমনই 'ঈদ অফার' দিয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঝাউদিয়া বাজার এলাকার জাহাঙ্গীর আরিফ বিপ্লব।

তাহলে ছাগলের দাম নিশ্চয়ই বেশি রাখা হচ্ছে, এমনটাই ভাবছেন অনেকেই। তা কিছুটা সত্য হলেও ছাগলটিও যে যেনতেন ছাগল নয়। ওজন ৭০ কেজি। আর ছাগলটি নিয়মিত চা পান করে। 'টম' নামের ওই ছাগলটির বয়স ২ বছর ৬ মাস। জাহাঙ্গীর আরিফ এটির দাম নির্ধারণ করেছেন ১ লাখ ১১ হাজার টাকা।

ছাগলটির সামনে দেওয়া এক ব্যানারে এ সব তথ্য লিখে রেখেছেন আরিফ। জাহাঙ্গীর আরিফ বিপ্লব নিজ হাতে একটি প্লেটে চা ঢেলে দিয়ে ছাগলটির সামনে ধরতেই চা খেতে শুরু করে ছাগলটি।

বিক্রেতার দাবি এ বছর বিক্রি না হলেও আগামীতে তিনি দিগুণ দামেই বিক্রি করতে পারবেন ছাগলটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়