Wednesday, September 14

ম্যানসিটির ম্যাচ স্থগিত

ম্যানসিটির ম্যাচ স্থগিত
কানাইঘাট নিউজ ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুটা হওয়ার কথা ছিল তাদের মঙ্গলবার রাতেই। সেই প্রস্তুতিই নিয়েছিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে খেলতে মুখিয়েও ছিল ম্যানসিটির খেলোয়াড়রা।

সেই সঙ্গে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ইউরোপিয়ান প্রতিযোগিতার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে। কিন্তু ম্যাচটা আর হলো কই! খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

অবশ্য খুব বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে, নতুন সূচিতে আজ বুধবার মাঠে নামবে ম্যানসিটি-মনশেনগ্ল্যাডবাখ।

বৃষ্টি হচ্ছিল আগে থেকেই, এর সঙ্গে যোগ হওয়া বজ্রপাত ও আলোর স্বল্পতার কারণে ম্যাচ অফিসিয়াল ম্যাচটি স্থগিত ঘোষণা করে। খারাপ আবহাওয়ায় ‘নিরাপত্তা’র কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় ম্যানসিটি কর্তৃপক্ষ।

পরে জানানো হয়েছে বুধবার একই সময়ে শুরু হবে ম্যাচটি। এর মানে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে মাঠে নামবে তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়