নিজস্ব প্রতিবেদক:
গত মঙ্গলবার রাতে কানাইঘাট সুরমা নদীর খেওয়া ঘাটে যাত্রীবাহী একটি নৌকা ডুবে নিখোঁজ পৌরসভার বায়মপুর গ্রামের শ্রমজীবি বাহার উদ্দিন (৪৫) এর অর্ধগলিত গলিত লাশ ৪দিন পর শুক্রবার সকালে সুরমা নদীর রামপুর ঘাটে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। বাহার উদ্দিনের লাশে পঁচন ধরলে তার আত্মীয় স্বজনরা উদ্ধার করে ঐদিন সকাল ১১টায় তার জানাজার নামায শেষে গ্রামের গুরুস্থানে দাফন করা হয়। প্রসজ্ঞত যে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে পাথর বোঝাই একটি স্টীল নৌকা খেওয়া পারাপারের যাত্রী বোঝাই একটি নৌকাকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে বেশ কয়েকজন আহত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ বাহার উদ্দিনের কোন সন্ধান পাওয়া যায় নি। এ ঘটনার তার স্ত্রী খয়রুন নেছা পাথর বোঝাই স্টীল নৌকার মালিকসহ ৩ জনকে আসামী করে থানায় এশটি অভিযোগ দাখিল করেন। বিষয়টি প্রাথমিক সমাধান হওয়ায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়