Thursday, September 8

সৌদির উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

সৌদির উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি বাদশাহর আমন্ত্রণে হজ করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ার লাইন্সের একটি বিমানে ঢাকা ছাড়েন তিনি। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ শীর্ষ পর্যায়ে নেতারা।

লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভাইস চেয়ারম্যান তাকের রহমানও সৌদি আরব যাবেন হজ করতে। হজ শেষে ২০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়