কানাইঘাট নিউজ ডেস্ক:
তুরস্কের সাম্প্রতিক ব্যর্থ অভ্যুত্থানে জড়িতদের বিচারের মুখোমুখি করতে
তুর্কি সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনে চলমান জি
টুয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে
এমন আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামার আশ্বাসকে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রশ্নে এরদোয়ানের প্রতি মার্কিন সমর্থন আকারে দেখছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ‘ব্যর্থ অভ্যুত্থান প্রশ্নে এরদোয়ানের পাশে ওবামা’ শিরোনামে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে তারা।
এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের হ্যাংঝৌতে তারা এ দ্বিপাক্ষিক বৈঠক করেন।
উল্লেখ্য, ১৫ জুলাই সন্ধ্যায় তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়। মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করে দেশটির সেনাবাহিনীর একাংশ। কারফিউ ও সামরিক আইন জারির ঘোষণা দেওয়া হয়। কারফিউর বিরোধিতা করে এরদোয়ানের সমর্থকরা রাস্তায় নেমে এলে সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়।
রবিবার এরদোয়ানের সঙ্গে বৈঠকে ওবামা বলেন ‘যারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে তাদের বিচার কিভাবে নিশ্চিত করা যাবে সে ব্যাপারে বিচার বিভাগ এবং আমার জাতীয় নিরাপত্তা দল তুর্কি কর্তৃপক্ষকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।’
ওবামার আশ্বাসকে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রশ্নে এরদোয়ানের প্রতি মার্কিন সমর্থন আকারে দেখছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ‘ব্যর্থ অভ্যুত্থান প্রশ্নে এরদোয়ানের পাশে ওবামা’ শিরোনামে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে তারা।
এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের হ্যাংঝৌতে তারা এ দ্বিপাক্ষিক বৈঠক করেন।
উল্লেখ্য, ১৫ জুলাই সন্ধ্যায় তুর্কি সেনাবাহিনীর একাংশ অভ্যুত্থান ঘটিয়ে দেশের শাসনভার নেওয়ার দাবি করে, যা দেশটির টেলিভিশনে প্রচার করা হয়। মধ্যরাতে ক্ষমতা দখলের ঘোষণা দিয়ে তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবি করে দেশটির সেনাবাহিনীর একাংশ। কারফিউ ও সামরিক আইন জারির ঘোষণা দেওয়া হয়। কারফিউর বিরোধিতা করে এরদোয়ানের সমর্থকরা রাস্তায় নেমে এলে সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সব অংশের সমর্থন না থাকায় এবং ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতায় জনগণ রাস্তায় নেমে এলে বিদ্রোহী সেনাদের উদ্যোগ ভেস্তে যায়।
রবিবার এরদোয়ানের সঙ্গে বৈঠকে ওবামা বলেন ‘যারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়েছে তাদের বিচার কিভাবে নিশ্চিত করা যাবে সে ব্যাপারে বিচার বিভাগ এবং আমার জাতীয় নিরাপত্তা দল তুর্কি কর্তৃপক্ষকে সহায়তা দেওয়া অব্যাহত রাখবে।’
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়