Wednesday, September 14

কুষ্টিয়ায় ঈদের নামাজ আদায় করলেন ইনু ও হানিফ

কুষ্টিয়ায় ঈদের নামাজ আদায় করলেন ইনু ও হানিফ
কানাইঘাট নিউজ ডেস্ক: কুষ্টিয়ার পৃথক জায়গায় ঈদের নামাজ আদায় করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ মঙ্গলবার সকাল ৮টায় কুষ্টিয়া কোর্টপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন মাহবুব-উল আলম হানিফ। এ জামাতে অংশ নেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ প্রায় ২০ হাজার মুসল্লি।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টায় ভেড়ামারা উপজেলার মহারাজপুর-গোলাপনগর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশ নেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়