কানাইঘাট নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি শপিং সেন্টারে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৮ জন
আহত হয়েছেন। নিউ জার্সিতে পাইপ বোমা ও নিউ ইয়র্কে বিস্ফোরণে ২৯ আহত হওয়ার
কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।
রবিবার মিনেপোলিসের ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট ক্লাউড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ গুলি করে হামলাকারীকে হত্যা করে।
বিবিসির খবরে বলা হয়েছে, হামলার কারণ স্পষ্ট নয়। হামলাকারীকে ‘আল্লাহ’ উচ্চারণ করতে শোনা গেছে। এখনও হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার সময় তার পরনে একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের পোশাক পরা ছিল।
সেন্ট ক্লাউড পুলিশ প্রধান ব্লেয়ার অ্যান্ডারসন জানান, অফ-ডিউটিতে থাকা আরেক এলাকার পুলিশ কর্মকর্তা গুলি করে হামলাকারীকে হত্যা করেন। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং আহত সবাই সুস্থ হয়ে যাবে বলে আশা করা যায়।
অ্যান্ডারসন জানান, হামলকারী অন্তত একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলো যে সে তিনি মুসলিম কিনা। হামলায় একাধিক ব্যক্তির অংশগ্রহণের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি জানান।
সূত্র: বিবিসি।
রবিবার মিনেপোলিসের ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সেন্ট ক্লাউড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ গুলি করে হামলাকারীকে হত্যা করে।
বিবিসির খবরে বলা হয়েছে, হামলার কারণ স্পষ্ট নয়। হামলাকারীকে ‘আল্লাহ’ উচ্চারণ করতে শোনা গেছে। এখনও হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার সময় তার পরনে একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের পোশাক পরা ছিল।
সেন্ট ক্লাউড পুলিশ প্রধান ব্লেয়ার অ্যান্ডারসন জানান, অফ-ডিউটিতে থাকা আরেক এলাকার পুলিশ কর্মকর্তা গুলি করে হামলাকারীকে হত্যা করেন। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং আহত সবাই সুস্থ হয়ে যাবে বলে আশা করা যায়।
অ্যান্ডারসন জানান, হামলকারী অন্তত একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলো যে সে তিনি মুসলিম কিনা। হামলায় একাধিক ব্যক্তির অংশগ্রহণের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি জানান।
সূত্র: বিবিসি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়