Sunday, September 11

যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তাদের সমর্থন পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তাদের সমর্থন পেলেন ট্রাম্প

কানাইঘাট নিউজ ডেস্ক: রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত ৮৮ জন জেনারেল ও অ্যাডমিরাল। এক খোলা চিঠিতে ট্রাম্পের প্রতি সমর্থন জানান তারা।

চিঠিতে বলা হয়, 'তিনি আমাদের সেনাবহিনী পুনর্গঠন, আমাদের সীমান্ত নিরাপদ, আমাদের ইসলামিক আধিপত্যবাদী শত্রুদের পরাজিত এবং দেশে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন'। 'আমেরিকার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত শীর্ষ নেতা হিসেবে আমাদের বিশ্বাস, এ পরিবর্তন এমন একজন মানুষের দ্বারাই সম্ভব যিনি আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা এবং বিশ্বজুড়ে আমাদের দেশের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তি ও সংগঠনকে বাড়তে দেওয়ার সঙ্গে গভীরভাবে জড়িত নন অথবা যথেষ্ট ভাবে দায়ী নন।
 
'এ কারণেই দেশের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আমরা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছি'।

ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণায় মেজর জেনারেল শাচনাউ বলেন, 'প্রেসিডেন্ট হওয়ার মত মানসিক শক্তি তার আছে।'

শাচনাউ হলোকাস্টে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়ামসের (লিজন অব ম্যারিট জয়ী) উদ্যোগে জনসম্মুখে ওই চিঠিটি প্রকাশ পায়।

উইলিয়ামস বলেন, 'ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিন্টনের চেয়ে বেশি আস্থাভাজন বলে মনে করেন শীর্ষ সেনাকর্মকর্তারা। এই চিঠি সেই ইঙ্গিতই দিচ্ছে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়