কানাইঘাট নিউজ ডেস্ক:
দুপুরে বা রাতে খাবার খাওয়ার পর আপনি কী করেন? এক কাপ চা পান করেন, নাকি সিগারেট খান? নাকি একটু ঘুমিয়ে নেন? এর কোনটাই আপনার স্বাস্থ্যের জন্য ভাল নয়। প্রতিনিয়ত আমরা নিজের অজান্তে এমন কিছু কাজ করে থাকি, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক গবেষণায় দেখা গেছে শতকরা ৯০ ভাগ মানুষ খাবার খাওয়ার পর হয় ঘুমান, না হয় ধূমপান করেন। অনেকে আবার এক কাপ চা পান করে থাকেন। এর কোন অভ্যাসই স্বাস্থ্যের জন্য ভাল নয়। এই অভ্যাসগুলো শরীরে নানা রোগ সৃষ্টি করে থাকে এমনকি ক্যান্সারের মত ভয়ংকর রোগ হতে পারে। এমন কিছু অভ্যাস যা হয়তো আপনি করছেন তা নিয়ে আজকের এই ফিচার।
১। চা পান
খাবার খাওয়ার পর অনেকেই এক কাপ চা পান করে থাকেন। চায়ের থাকা ক্যাফেইন আয়রনকে আবদ্ধ করে ফেলে আর হজমশক্তি কমিয়ে দেয়। এই প্রভাব রক্ত স্বল্পতা মানুষদের উপর বেশি হয়ে থাকে। তাই রক্ত স্বল্পতা মানুষদের কমপক্ষে খাবার খাওয়ার এক ঘন্টা পর চা পান করা উচিত।
২। গোসল করা
অনেকে ব্যস্ততার কারণে গোসলের আগে খাবার খেয়ে নেন। আর তখনই ভুলটি করেন। বিশেষজ্ঞদের মতে খাওয়ার সাথে সাথে গোসল করা উচিত নয়। পেটভরা অবস্থায় গোসল করলে আপনার হজমে সমস্যা সৃষ্টি হতে পারে। যার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।
৩। ধূমপান
যারা ধূমপান করেন, খাবার খাওয়ার পর পর তারা সিগারেট খেয়ে থাকেন। অথচ খাবার খাওয়ার পর একটি সিগারেট খাওয়া ১০ টি সিগারেট খাওয়ার সমান। দশটি সিগারেট আপনার ফুসফুসের যে ক্ষতি করে খাবার খাওয়ার পর একটি সিগারেট তা করে থাকে। যা কারণে ফুসফুস, গলা, পাকস্থলী ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ।
৪। ফল খাওয়া
অনেকের অভ্যাস রয়েছে খাওয়ার পরে ফল খাওয়ার। খাওয়ার সাথে সাথে ফল খেলে এটি আপনার পাকস্থলিতে বাতাসে ভরে দেয়। যা স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। খাবার খাওয়ার এক ঘন্টা আগে বা পরে ফল খাওয়া উচিত।
৫। ঘুমানো
দুপুরে বা রাতে ভারী খাবার খাওয়ার সাথে সাথে ঘুমানো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ আমরা যখন শুয়ে পড়ি তখন পরিপাক রস পেটথেকে অন্ননালীর মধ্যে প্রবাহিত হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি পেটের ভিতরে অ্যাসিডিটি সমস্যার তৈরি করে।
৬। ব্যায়াম করা
এই কথাটি অনেকেই জানেন। খাবার খাওয়ার পর ব্যায়াম করা উচিত নয়। ভরা পেটে ব্যায়াম পেটে ব্যথা সৃষ্টি করে। খাওয়ার ১ থেকে ৩ ঘন্টা পর্যন্ত রক্ত খাবার হজমের কাজে ব্যস্ত থাকে। এই সময় ব্যায়াম করা হলে পেট ব্যথাসহ শরীরে অন্য সমস্যা দেখা দিতে পারে।
৭। শারীরিক পরিশ্রম
অনেকে মনে করেন খাওয়ার পর শারীরিক পরিশ্রম করা ভাল। কিন্তু কথাটি সম্পূর্ণ সত্য নয়। খাওয়ার পর হালকা হাঁটা যেতে পারে, কিন্তু কোন ভারী কাজ করা উচিত নয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়