Thursday, September 8

গরমে বাড়িতেই বানান রেস্তোরাঁর স্বাদের কোল্ড কফি


কানাইঘাট নিউজ ডেস্ক: গরমে চা ব্যাপারটা একটু অ্যাভয়েট করতে চান সকলেই৷ তাই চা এর পরিবর্তে বানান রেস্তোরাঁর স্বাদের কোল্ড কফি৷ যেনে নিন কি করে বানাবেন৷ কোল্ড কফি উপকরণঃ দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করা – ২ কাপ কফি – ১ বা ১/২ চা চামচ চিনি – ৪ চা চামচ চকলেট আইস্ক্রিম – ২ স্কুপ ড্রিংকিং চকলেট পাউডার – ২ চা চামচ চকলেট সিরাপ – ২ টেবিল চামচ বরফ কুচি পরিমাণ মত সাজাবার জন্যঃ হুইপড ক্রিম, ক্রাশড চকলেট প্রনালীঃ সব উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। সারভিং গ্লাসে চকলেট সিরাপ দিয়ে ২ থেকে ৩ মিনিট ফ্রিজে রাখুন। তৈরি করা কফি গ্লাসে ঢেলে উপরে ক্রিম ও চকলেট দিয়ে ডেকোরেশন করে পরিবেশন করুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়