Saturday, September 10

কানাইঘাটে গরুর হাট পরিদর্শন করলেন সিলেট উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র মহাপাত্র


নিজস্ব প্রতিবেদক: ঈদ-উল-আযহাকে সামনে রেখে কানাইঘাটের বিভিন্ন গরুর হাট পরিদর্শন করেছেন সিলেট উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র মহাপাত্র। শনিবার কানাইঘাট বাজার গরুর হাট পরিদর্শন করে তিনি গরু ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেন। কোন ধরনের হয়রানী ও চাঁদা বাজি ছাড়াই কানাইঘাটের প্রত্যেকটি হাট বাজারে অত্যন্ত সুন্দর ভাবে পুলিশের উপস্থিতিতে গরু কেনা-বেচা হচ্ছে বলে এএসপি ধীরেন্দ্র মহাপাত্রকে ব্যবসায়ীরা জানান। তিনি ঈদকে সামনে রেখে কানাইঘাটের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি কঠোর ভাবে নিয়ন্ত্রণ করার জন্য কানাইঘাট থানা পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করেছেন। গরুর হাট পরিদর্শনকালে ধীরেন্দ্র মহাপাত্রের সাথে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়