Thursday, September 8

সামরিক ব্যয় বৃদ্ধি এবং আইএস দমনের অঙ্গীকার ট্রাম্পের

সামরিক ব্যয় বৃদ্ধি এবং আইএস দমনের অঙ্গীকার ট্রাম্পের
কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ব্যাপকভাবে বাড়ানোর অঙ্গীকার করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের ৩০ দিনের মধ্যে আইএস গ্রুপ দমনে পরিকল্পনা প্রণয়নের জন্য তার জেনারেলদের বলবেন।

ফিলাডেলফিয়ায় বক্তব্য দেয়ার সময় ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, মার্কিন সামরিক বাহিনীকে 'একেবারে নিঃশেষ' করে ফেলা হয়েছে। এ কারণে সামরিক বাহিনীর সৈন্য, বিমান ও জাহাজের সংখ্যা অনেক বাড়ানো প্রয়োজন।

প্রার্থী মনোনীত হওয়ার পর হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম যৌথ অনুষ্ঠানের প্রাক্কালে ডেমোক্রেটিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খোঁচা মেরে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রীকে 'হঠকারী ও অত্যন্ত অস্থির প্রকৃতি'র মানুষ হিসেবে অভিহিত করেন।

তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ইরাক, লিবিয়া ও সিরিয়ায় হিলারি ক্লিনটনের ভূমিকা কেবল এসব দেশে সংঘাত, দুঃখ-দুর্দশা ও প্রাণহানিই ঘটিয়েছে।
ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি দায়িত্ব গ্রহণের পরপরই আইএসকে পরাজিত করতে ৩০ দিনের মধ্যে পরিকল্পনা জমা দিতে জেনারেলদের বলবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়