কানাইঘাট নিউজ ডেস্ক:
ক্যারিয়ারের সুবিধার্থে সিনেমা জগতে অনেকেই নাম পরিবর্তন করে থাকেন। কেউ বা
আবার নামের অংশটি কেটে ছোট করে ফেলেন। বলিউডে এইরকম ঘটনা অহরহ। জেনে নেয়
কিছু বলিউড তারকার প্রকৃত নাম-
সালমান খান: কোটি ভক্তের মন জয় করে নেওয়া সালমান খানের প্রকৃত নাম আব্দুল রশীদ সেলিম সালমান খান। ক্যারিয়ারের সুবিধার্থে নামটি ছোট করে সালমান খান করা হয়।
ক্যাটরিনা কাইফ: ইংল্যান্ডের কুইন এলাকায় বেড়ে ওঠা এ বলিউড তারকা শুরুতে ‘ক্যাট টুরকোটে’ নামে পরিচিত ছিলেন। বলিউডে বিপুল জনপ্রিয়তা পাওয়া এ অভিনেত্রী এখন ক্যাটরিনা কাইফ নামে পরিচিত।
হৃতিক রোশন: হার্টথ্রব হৃতিক রোশনের আসল নাম হৃতিক নাগরাথ। তার দাদার নাম রোশন। আর বংশ পরম্পরায় সেই নামটি হৃতিকের সঙ্গে যুক্ত করে দেন পরিবারের সদস্যরা।
প্রীতি জিনতা: বলিউড তারকা প্রীতি জিনতার প্রকৃত নাম ‘প্রিথম সিং জিনতা’। তার বাবা-মায়ের দেওয়া নাম এটি।
শহিদ কাপুর: ‘চকলেট বয়’ শহিদ কাপুরের প্রকৃত নাম শহিদ খাট্টার। সম্ভবত কাপুর নামের সঙ্গে বলিউডের দীর্ঘদিনের চেনাজানার কারণে নিজের নামের প্রথম অংশের সঙ্গে এ টাইটেল জুড়েছিলেন তিনি।
সাইফ আলি খান: নবাব পরিবারের সন্তান সাইফের প্রকৃত নাম সাজিদ আলি খান।
রণবীর সিং: বলিউডের নতুন প্রজন্মের অভিনেতা রণবীর সিং। একসময় তিনি নাকি রণবীর ভাবনানি নামে পরিচিত ছিলেন। সমসাময়িক বলিউডপাড়ার সঙ্গে খাপ খাওয়াতে নামের পরের অংশটি পাল্টেছিলেন তিনি।
অক্ষয় কুমার: ‘খিলাড়ি’ খ্যাত তারকা অক্ষয় কুমারের আগের নাম ছিল রাজিব হারিওম ভাটিয়া।
অজয় দেবগন: বলিউড তারকা অজয় দেবগনের প্রকৃত নাম বিশাল দেবগন
সালমান খান: কোটি ভক্তের মন জয় করে নেওয়া সালমান খানের প্রকৃত নাম আব্দুল রশীদ সেলিম সালমান খান। ক্যারিয়ারের সুবিধার্থে নামটি ছোট করে সালমান খান করা হয়।
ক্যাটরিনা কাইফ: ইংল্যান্ডের কুইন এলাকায় বেড়ে ওঠা এ বলিউড তারকা শুরুতে ‘ক্যাট টুরকোটে’ নামে পরিচিত ছিলেন। বলিউডে বিপুল জনপ্রিয়তা পাওয়া এ অভিনেত্রী এখন ক্যাটরিনা কাইফ নামে পরিচিত।
হৃতিক রোশন: হার্টথ্রব হৃতিক রোশনের আসল নাম হৃতিক নাগরাথ। তার দাদার নাম রোশন। আর বংশ পরম্পরায় সেই নামটি হৃতিকের সঙ্গে যুক্ত করে দেন পরিবারের সদস্যরা।
প্রীতি জিনতা: বলিউড তারকা প্রীতি জিনতার প্রকৃত নাম ‘প্রিথম সিং জিনতা’। তার বাবা-মায়ের দেওয়া নাম এটি।
শহিদ কাপুর: ‘চকলেট বয়’ শহিদ কাপুরের প্রকৃত নাম শহিদ খাট্টার। সম্ভবত কাপুর নামের সঙ্গে বলিউডের দীর্ঘদিনের চেনাজানার কারণে নিজের নামের প্রথম অংশের সঙ্গে এ টাইটেল জুড়েছিলেন তিনি।
সাইফ আলি খান: নবাব পরিবারের সন্তান সাইফের প্রকৃত নাম সাজিদ আলি খান।
রণবীর সিং: বলিউডের নতুন প্রজন্মের অভিনেতা রণবীর সিং। একসময় তিনি নাকি রণবীর ভাবনানি নামে পরিচিত ছিলেন। সমসাময়িক বলিউডপাড়ার সঙ্গে খাপ খাওয়াতে নামের পরের অংশটি পাল্টেছিলেন তিনি।
অক্ষয় কুমার: ‘খিলাড়ি’ খ্যাত তারকা অক্ষয় কুমারের আগের নাম ছিল রাজিব হারিওম ভাটিয়া।
অজয় দেবগন: বলিউড তারকা অজয় দেবগনের প্রকৃত নাম বিশাল দেবগন
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়