কানাইঘাট নিউজ ডেস্ক: দলের
স্পিনারদের ওপর আস্থার কমতি নেই আফগানিস্তানের ভারতীয় কোচ লালচাঁদ
রাজপুতের। তার শিষ্যরা বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলতে পারবে বলে
আশাবাদী তিনি।
স্পিনারের কমতি নেই আফগানিস্তান দলে। লেগ স্পিন, অফ স্পিন, বাঁহাতি অর্থোডক্সের ছড়াছড়ি অতিথি দলটিতে। লালচাঁদ মনে করেন, এদের মধ্যে লেগ স্পিনারদের ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আফগানিস্তানের স্পিনারদের মধ্যে তরুণ লেগ স্পিনার রশিদ খানকে সবচেয়ে বড় হুমকি মনে করছে বাংলাদেশ। বিসিবি একাদশের বিপক্ষে চার উইকেট নেওয়া অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মোহাম্মদ নবিও চ্যালেঞ্জ জানাতে পারেন ব্যাটসম্যানদের।
“আমাদের অন্যান্য খেলায় লেগ স্পিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের দুই জন খুব ভালো লেগ স্পিনার রয়েছে। স্পিনের বিপক্ষে ভালো খেলে এমন খেলোয়াড়দের বিপক্ষে তারা কেমন খেলে সেটা দেখার বিষয়। আমাদের অস্ত্র আছে; দেখা যাক তা দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের চমকে দেওয়া যায় কি না।”
বাংলাদেশের মুখোমুখি হতে পারার রোমাঞ্চও আড়াল করেননি এই কোচ, “সত্যি বলতে কি, আমরা সবাই খুব রোমাঞ্চিত। টেস্ট খেলুড়ে দেশের মুখোমুখি হওয়া সব সময়ই চ্যালেঞ্জ।”
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়ে কাজে লাগাতে মরিয়া আফগানিস্তান। জয় দিয়ে সফর শুরু করায় দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। লালচাঁদের দাবি, স্বাগতিকদের বিপক্ষে চমকে দেওয়ার সব উপকরণ তাদের আছে।
“আমাদের খুব ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে। আমাদের ভালো মিডিয়াম পেসার আর স্পিনার রয়েছে, যারা বাংলাদেশে কিছুটা সহায়তা পাবেন। আমাদের দলে অভিজ্ঞ আর তরুণদের খুব ভালো সমন্বয় রয়েছে। ক্ষেত্রটা প্রস্তুত, ওরা যদি পারফর্ম করতে পারে তাহলে সেটা হবে দারুণ একটি ব্যাপার।”
স্পিনারের কমতি নেই আফগানিস্তান দলে। লেগ স্পিন, অফ স্পিন, বাঁহাতি অর্থোডক্সের ছড়াছড়ি অতিথি দলটিতে। লালচাঁদ মনে করেন, এদের মধ্যে লেগ স্পিনারদের ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আফগানিস্তানের স্পিনারদের মধ্যে তরুণ লেগ স্পিনার রশিদ খানকে সবচেয়ে বড় হুমকি মনে করছে বাংলাদেশ। বিসিবি একাদশের বিপক্ষে চার উইকেট নেওয়া অভিজ্ঞ বাঁহাতি স্পিনার মোহাম্মদ নবিও চ্যালেঞ্জ জানাতে পারেন ব্যাটসম্যানদের।
“আমাদের অন্যান্য খেলায় লেগ স্পিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের দুই জন খুব ভালো লেগ স্পিনার রয়েছে। স্পিনের বিপক্ষে ভালো খেলে এমন খেলোয়াড়দের বিপক্ষে তারা কেমন খেলে সেটা দেখার বিষয়। আমাদের অস্ত্র আছে; দেখা যাক তা দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের চমকে দেওয়া যায় কি না।”
বাংলাদেশের মুখোমুখি হতে পারার রোমাঞ্চও আড়াল করেননি এই কোচ, “সত্যি বলতে কি, আমরা সবাই খুব রোমাঞ্চিত। টেস্ট খেলুড়ে দেশের মুখোমুখি হওয়া সব সময়ই চ্যালেঞ্জ।”
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বি-পাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়ে কাজে লাগাতে মরিয়া আফগানিস্তান। জয় দিয়ে সফর শুরু করায় দলটির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। লালচাঁদের দাবি, স্বাগতিকদের বিপক্ষে চমকে দেওয়ার সব উপকরণ তাদের আছে।
“আমাদের খুব ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে। আমাদের ভালো মিডিয়াম পেসার আর স্পিনার রয়েছে, যারা বাংলাদেশে কিছুটা সহায়তা পাবেন। আমাদের দলে অভিজ্ঞ আর তরুণদের খুব ভালো সমন্বয় রয়েছে। ক্ষেত্রটা প্রস্তুত, ওরা যদি পারফর্ম করতে পারে তাহলে সেটা হবে দারুণ একটি ব্যাপার।”
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়