Monday, September 5

১৫ সেপ্টেম্বর কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫ সেপ্টেম্বর কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী
কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডন হয়ে কানাডায় পৌঁছবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফান্ড’ সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

আগামী ১৬ সেপ্টেম্বর মন্ট্রিয়লে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া’ শীর্ষক সম্মেলনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ অর্জনে বাংলাদেশের অগ্রগতি এবং এই কার্যক্রমে ধনী দেশগুলোর অর্থ প্রদানের অঙ্গীকার প্রসঙ্গে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দেখা করবেন বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে। ১৭ তারিখে প্রবাসী বাঙালিদের এক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছে ৬০ সদস্যের একটি দল।  পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালও থাকছেন সফরে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়