Sunday, September 11

তানজানিয়ায় ভূমিকম্পে প্রাণ গেল ১১ জনের

তানজানিয়ায় ভূমিকম্পে প্রাণ গেল ১১ জনের

কানাইঘাট নিউজ ডেস্ক: শনিবার তানজানিয়ায় ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহতও হয়েছেন।

জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অগাস্টিন ওলোমি বলেন, ভূমিকম্পে হতাহত লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

এদিকে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে গতকাল ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বনাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে হতাহতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

একই দিন সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাশের গুরগাঁও এবং নয়ডায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্প দিল্লিতে প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়।

সূত্র: এএফপি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়