কানাইঘাট নিউজ ডেস্ক:
মাংস খেয়ে ঈদ উদযাপন করবেন কারাবন্দীরাও। ঈদের দিনগত রাতে কুরবানি পশুর মাংস থাকবে তাদের খাবার মেন্যুতে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকালে কারাগারের মাঠে ঈদের জামাতে নামাজ পড়ে আনুষ্ঠানিকভাবে ঈদ উদযাপন শুরু করে কারাবন্দীরা। এর পরপরই কারাগারের ভেতরে পশু কুরবানি করা হয়। জামাত শেষে বন্দীদের মুড়ি-পায়েস দিয়ে বরণ করে কারাগার কর্তৃপক্ষ। এছাড়া দুপুরের মেন্যুতে সাদা ভাত, রুই মাছ আর আলুর দম রয়েছে।
রাতের বিশেষ মেনুতে বন্দীদের জন্য রয়েছে পোলাও, কুরবানি পশুর মাংস। যারা গরুর মাংস খান না তাদের খাসীর মাংস দেয়া হবে। এছাড়াও রাতে মেন্যুতে থাকবে ডিম, মিষ্টি এবং পান-সুপারি। এছাড়া পরিবারের সদস্যদের পাঠানো খাবার খেতে পারবেন বন্দীরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগার জেল সুপার নেছার আলম বলেন, ঈদ উপলক্ষে বন্দীরা কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরিবারের আনা খাবার খেতে পারবেন।
এদিকে, এবারই প্রথমবারের মতো কেরানীগঞ্জের নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ উদযাপন করবেন বন্দীরা। বর্তমানে এই কারাগারটিতে মোট সাড়ে ৬ হাজার বন্দী রয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়