Sunday, September 4

কানাইঘাট থানা পুলিশের হাতে তাহের ডাকাত গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ দু'টি ডাকাতি সহ ৩টি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত আবু তাহের (৪৫) কে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার থেকে গত শনিবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরের নির্দেশে থানার এস.আই রবিউল ইসলাম ও এস.আই জুনেদের নেতৃত্বে একদল পুলিশ ডাকাত আবু তাহেরকে শনিবার রাত ১০টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত আবু তাহেরের বাড়ী কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির নয়ামাটি খাগড়িকান্দি গ্রামে। তার পিতার নাম মৃত সিকন্দর আলী। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় দু’টি ডাকাতি ও একটি চুরির মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়