গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে চাকা পাংচার হয়ে বাস খাদে পড়ে ২ জন নিহত ও অন্তত ১৫ জন আহত
হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। তারা আহতদের উদ্ধার করে দ্রুত মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে পাঠায়।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, নড়াইল থেকে ছেড়ে আসা মাওয়া গামী খানজাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। তারা আহতদের উদ্ধার করে দ্রুত মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে পাঠায়।
মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, নড়াইল থেকে ছেড়ে আসা মাওয়া গামী খানজাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়